বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led02রাজনীতি

ভোটারদের উদ্দেশ্যে চন্দনশীল ‘নিশ্চিন্তে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল বলেছেন, কোন রকমের ষড়যন্ত্র এই নির্বাচনকে ব্যাহত করতে পারবে না। আমাদের প্রার্থী বাংলাদেশের সেরা এবং অন্যতম প্রার্থী। শামীম ওসমান নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কান্ডারি, তিনি জনগনের বিপুল ভোটে নির্বাচিত হবেন। নারায়ণগঞ্জের বেশিরভাগ দৃশ্যমান কাজ শামীম ওসমানের হাত ধরেই হয়েছে। শামীম ওসমান যখন আসেন, তখনই উন্নয়ন হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমানের পক্ষে প্রতীক সংগ্রহ করার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে, জেলা রিটার্নিং অফিসার মাহমুদুল হকের কাছ থেকে শামীম ওসমানের ‘নৌকা’ প্রতীক সংগ্রহ করেন তার পুত্র ইমতিনান ওসমান অয়ন।

ভোটারদের উদ্দেশ্যে চন্দনশীল বলেন, ‘আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন, আমাদের নেতাকর্মীরা প্রতিটি কেন্দ্রে কাজ করছে। ভোটটা আপনার নাগরিক অধিকার। গণত্রন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আপনার ভোটটা অত্যন্ত মুল্যবান। আপনি নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকেই ভোটটা দিবেন।’

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠিক সম্পাদক মীর সোহেল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সম্রাট প্রমুখ।

RSS
Follow by Email