রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
Led04অর্থনীতি

ভোটারকে ভয়ভীতি দেখালে লাল কার্ড দেখিয়ে ছেড়ে দিবো: রেজা

লাইভ নারায়ণগঞ্জ: স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী ফতেহ মোহাম্মদ রেজা বলেছেন, হোসিয়ারী সমিতির নির্বাচন কিন্তু বিগত সরকার অনেক ভয়ভীতি দেখিয়েছে, মানুষকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। এমনও ঘটনা হয়েছে নমিনেশন কিনতে গেছে তাকে জঙ্গি বলে পুলিশের ভয় দেখিয়ে আটকিয়ে রাখা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হৃদমপ্লাজা কমিউনিটি সেন্টারে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে, স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেলের পরিচিতি সভা তিনি এসব কথা বলেন।

ফতেহ মোহাম্মদ রেজা বলেন, বিগত সময় জোর করে নির্বাচন বিমুখ করে রাখা হয়েছিল। সেই ধারাবাহিক ভাবে কিন্তু এবারও শুরু করেছিলো। তারা মনে করেছিল ভয়ভীতির কারণে নির্বাচনে আসবে না তারা যে কোনোভাবে হোক সিলেকশনের মাধ্যমে টিকে যাবে। নির্বাচিত হতে পারলে সকল সমস্যার জন্য মার্কেট ভিত্তিক কমিটি হবে এবং আপনাদের কমিটি আপনারাই করবেন। সকল মার্কেটের সকল বিচার শালিস করবেন আমরা আপনাদের সহযোগীতা করব। আপনারা যোগ্যতার ভিত্তিতে কোন ভয়ভীতি ছাড়া পছন্দের ব্যাক্তিকে ভোট দিবেন। যদি কোন ভোটারকে কেউ নুন্যতম ভয়ভীতি দেখায়, তাকে আমরা লাল কার্ড দেখিয়ে ছেড়ে দিবো।

RSS
Follow by Email