ভোগান্তি কমাতে হকার উচ্ছেদ অভিযানে টিপু
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যানজট ও জনভোগান্তি কমাতে নগরীর চাষাঢ়া এলাকায় সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এই অভিযানটিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ব্যস্ততম চাষাঢ়া এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা ফুটপাত মুক্ত করতে চেয়েছিলাম। যেহেতু তাদের রোজগারের বিষয়, তাদের ছেলে মেয়েরাও বসে। আমরা বলেছিলাম ফুটপাতে বসবে, রাস্তায় ভ্যানগাড়ি বসবে না।”
তিনি আসন্ন দুর্গাপূজার কথা উল্লেখ করে বলেন, “যেহেতু আগামীকাল থেকে দুর্গাপূজা, আমরা চাই না রাস্তায় যানজট হোক।”
তিনি হকারদের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, “রাস্তায় কোনো ভ্যানগাড়ি বসবে না। ফুটপাতে একপাশে তারা বসুক। রাস্তায় বসলে যানজট হয়, আমার মা-বোনদের ভোগান্তি হয়। চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে।”
তবে হকারদের জীবিকার বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, “আমরা চাই না তাদের পেটে লাথি পড়ুক। আমরা চাই তারা ফুটপাতে একপাশে বসুক। রাস্তায় কোনো ভ্যানগাড়ি থাকবে না।”
বিএনপি নেতারা জানান, উৎসবের সময় সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।