ভেদাভেদ ভুলে এক কাতারে কাজ করতে হবে: এড. টিপু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিএনপির কোনো নেতা-কর্মী যদি সন্ত্রাসী, চাঁদাবাজি বা মাদক ব্যবসার মতো অপকর্মে জড়িত থাকে, তবে তাদের অবশ্যই সংগঠন থেকে প্রত্যাখ্যান করতে হবে। অপকর্মে জড়িতদের কারণে জনগণের সামনে দলের ভাবমূর্তি যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দেন তিনি।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা ও তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন’ কর্মসূচিতে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে টিপু বলেন, এই ঐতিহ্যবাহী ওয়ার্ডে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে, ভেদাভেদ ভুলে এক কাতারে কাজ করতে হবে। তিনি মান-অভিমান ভুলে দূরে সরে থাকা নেতাকর্মীদের কাছে গিয়ে বুঝিয়ে একত্রিত করার আহ্বান জানান।
টিপু উল্লেখ করেন, সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্দেশনা দিয়েছেন—”আপনারা প্রতিটি এলাকায় গিয়ে মানুষের খোঁজখবর নেবেন, তাদের সঙ্গে মিশবেন, তাদের দুঃখ-কষ্টে পাশে থাকবেন। কোনো এলাকায় যদি সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ী থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সহায়তা করবেন।”
এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই টিপু দলীয় কর্মীদের সতর্ক করেন এবং বলেন, কেউ অপকর্মে জড়িত হলে তাকে সংগঠন থেকে প্রত্যাখ্যান করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালাল সরদার, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আরিফ।
পরে সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শীতলক্ষ্যা মোড় থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বিভিন্ন দোকান, পথচারী ও শ্রমিকদের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সরদার, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, ১৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নুরুল কাদির সোহাগ, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন মাদবর, সহ-সভাপতি আলতাফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন জাকির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সদর থানা শ্রমিকদলের আহ্বায়ক অলক ইসলাম, সদস্য সচিব নাসির সরদার, বিএনপি নেতা কাজী সেজান, এবং ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম নাঈম প্রমুখ।