শনিবার, মে ১০, ২০২৫
জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

ভূমি পল্লী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ হাউজিং রোডে ভূমি পল্লী স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় ভূমি পল্লী মডেল স্কুলের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি পল্লী মডেল স্কুলের ভূমি পল্লী শিক্ষা ট্রাস্ট ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আব্দুল হাই, বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, এড. মোঃ রফিকুল ইসলাম মাসুম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা খেলাধুলা মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখতে পড়ালেখা ও খেলাধুলার প্রতি মনযোগ হওয়ার তাগিদ দেন।

RSS
Follow by Email