মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
জেলাজুড়েবন্দরশিক্ষা

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে কুড়িপাড়া হাই স্কুলে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় ভূমি সপ্তাহ উপলক্ষে কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বন্দর ইউনিয়ন ভূমি অফিস।

মঙ্গলবার (১২ জুন) বেলা সাড়ে ১২ টায় বন্দর ২৭ নং ওয়ার্ডে অবস্থিত কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিতর্ক ইভেন্টে ছাত্রীদের দল এবং কুইজ ইভেন্টে ছেলেদের দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুড়িপাড়া ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাব্বির আহমেদ সেন্টু বলেন, তোমাদেরকে কেবল বিদ্যাল শিক্ষা অর্জণ করলে চলবেনা ভাল মানুষ হতে হবে। সুশিক্ষিত হওয়ার চেয়ে তোমাদেরকে ভাল মানুষ হওয়া বেশি জরুরী।

RSS
Follow by Email