রবিবার, জুলাই ৬, ২০২৫
Led05অর্থনীতি

ভুয়া সদস্য দেখতে চাই না, প্রকৃত সদস্যদের নিয়ে নির্বাচন করবো: আবু তাহের শামীম

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকেওএ) আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আবু তাহের শামীম। শনিবার (৫ জুলাই) মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি ভুয়া সদস্যমুক্ত নির্বাচনের ওপর জোর দেন।

মো. আবু তাহের শামীম বলেন, “আমরা বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনে কোনো ভুয়া সদস্য দেখতে চাই না। প্রকৃত সদস্যদের নিয়ে নির্বাচন করবো। সেই লক্ষ্যে আজ নির্বাচন কমিশনারের কাছে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি।”

তিনি আরও জানান, “আমাদের এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। প্রার্থী চূড়ান্ত হলে আমরা নির্বাচনের ইশতেহার ঘোষণা করবো এবং সেই ইশতেহারে আমাদের অঙ্গীকার প্রকাশ করবো। তবে আমাদের ইশতেহারের প্রথম অঙ্গীকার থাকবে, কোনো ভুয়া সদস্য বা কোনো ব্যক্তি সদস্য হতে পারবে না।”

RSS
Follow by Email