ভুল করে হাতেমের গাড়ি ঘেরাও: মানবিক আচরণে ফিরলেন শ্রমিকরা
লাইভ নারায়ণগঞ্জ: একজন ব্যবসায়ী নেতার কাজ শ্রমিকদের সাথে মানবিক হওয়া। তাদের স্থানে দাঁড়িয়ে তাদের দুঃখকে ভাগ করে নেয়া। দলগত প্রচেষ্টার উন্নয়ণ করা। তারই এক উদাহরণ দিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। নারায়ণগঞ্জে বকেয়া বেতন ভাতা’র দাবীতে বিক্ষোভ করেছে ক্রোণী এপ্যারেলসের শ্রমিকরেরা।
সরেজমিন দেখা যায়, সোমবার নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে আন্দোলনরত অবস্থায় ক্রোণী এপ্যারেলসের চেয়ারম্যানের গাড়ি মনে করে ঘেড়াও করে ধরে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম’র গাড়ি। ভেতর থেকে বের হয়ে আসতেই শ্রমিকদের ভুল ভাঙে, তবে একজন নেতা হিসেবে তিনি সেটা এড়িয়ে যাননি। তিনি গাড়ি থেকে নেমে শ্রমিকদের সমস্যা জানতে চায় এবং তাদের সমস্যার কথা শুনেন। তিনি তখন শ্রমকিদের জানান, এর আগে তোমাদের বেতনের সমস্যা সমাধান করেছিলাম। তখন আমি জানি, তোমাদের বেতন বকেয়া থাকার কথা নয়। এর পরও তোমাদের যদি কারো বেতন বকেয়া থেকে থাকে, তোমরা আইডি সহ নামের তালিকা দাও, আমরা বিকেএমইএ পক্ষ থেকে ঈদের আগেই সমস্যা সমাধান করে দিবো।
শ্রমিকরা এমন আশ্বাসে ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম এর প্রতি সন্তুষ্ট হয়ে কৃজ্ঞতা প্রকাশ করেন। সে সময় কিছু শ্রমিক অভিযোগ করেন, সমস্যা সমাধানের পর বেতন শ্রমিকদের হাতে আসলে কিছু নেতা কমিশন কেটে নেন আমাদের কাছ থেকে।
এদিকে শ্রমিকদের এ অভিযোগের সাথে সত্যতা মিলে, জেলা প্রশাসকের কার্যলয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট মিটিংয়ে এক নেতা অভিযোগ করেন, কিছু কিছু নামধারী শ্রমিকনেতা কমিশন বানিজ্যে জড়িত এবং তারা এ জন্য নানা ষড়যন্ত্র করে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, সকাল থেকে বকেয়া বেতনের দাবীতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন ক্রোণী এপ্যারেলসের শ্রমিকরা। এ সময় আমার গাড়ি ঘেরাও করে শ্রমিকরা। তারা ভেবেছিলো তাদের ক্রোণী এপ্যারেলসের চেয়ারম্যানের গাড়ি। কিন্তু তবুও আমি তাদের দাবি গুলো জানতে চেয়েছি।পরে তাদের দাবি দাওয়া জেনে আমি তাদের আশ্বাস দিয়েছি বিকেএমইএ’র পক্ষ থেকে আমরা মালিকদের সাথে কথা বলবো। যদি শ্রমিকরা পাওনা থাকে অবশ্যই ঈদের আগে টাকা পাওয়ার ব্যবস্থা গ্রহন করে দেবো।
তিনি আরও বলেন, ক্রোণী এপ্যারেলসের শ্রমিকরা আমার কথাকে মূল্যায়ন করে তারা ফিরে গিয়েছে।