শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
Led04রাজনীতিসিদ্ধিরগঞ্জ

ভুলে গেলে চলবে না ফ্যাসিস্ট সরকারের নির্যাতন: ড. ইকবাল

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন এবং বিগত সরকারের নির্যাতনের বিচার দাবি করেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের চিটাগং রোড থেকে এই গণসংযোগ শুরু হয়। এরপর মিজমিজি, পাইনাদি নতুন মহল্লা, কান্দা পাড়া হয়ে এটি সাহেব পাড়া বাজারে এসে শেষ হয়।

গণসংযোগে ড. ইকবাল হোসাইন সাবলীলভাবে জনগণের সঙ্গে পরিচিত হন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সালাম জানান এবং নির্বাচন কমিশনকে নতুন রোড ম্যাপের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের পাঁচ লক্ষাধিক জনগণের পক্ষ থেকে স্বাগত জানান।

তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঈদুল ফিতরের আগে নির্বাচন শেষ করার জন্য সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীই স্মারকলিপি দিয়েছিল।

ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে ড. ইকবাল হোসাইন বলেন, “বিগত সতেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে, তা ভুলে গেলে চলবে না। ২৪-এর গণঅভ্যুত্থানে দুই হাজারেরও অধিক শহীদ হয়েছে। সরকারের প্রতি আমার আহ্বান— আমরা তাদের স্পষ্ট বিচার দাবি করছি।”

এ সময় উক্ত গণসংযোগে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, দক্ষিণ থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, পশ্চিম থানার আমীর মাহাবুব আলম এবং সেক্রেটারি বৃন্দ। বৃহত্তর সিদ্ধিরগঞ্জ এলাকার জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও গণসংযোগে অংশ নেন।

RSS
Follow by Email