বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজনীতি

ভিপি নুরের আগমন উপলক্ষ্যে রূপগঞ্জে প্রস্তুতি সভা

লাইভ নারায়ণগঞ্জ: ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের রূপগঞ্জে গণসমাবেশে উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩নভেম্বর) উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় গণ অধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের গণ নেতা আবু হাদীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহমেদ, কাঞ্চন পৌরসভার গণনেতা মোরশেদ আলম, শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাওসার আলী,গণ অধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য সচিব তরিকুল ইসলাম তমাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন লিটন, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাফিজুর রহমান নিপুন, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দীন, জিসান আহম্মেদ, হাসান আল বাবুল, রাসেল মিয়া প্রমুখ।

RSS
Follow by Email