বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
Led02শিক্ষা

ভিক্টোরিয়ার নবজাতক আইসিইউ ইউনিট জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে এই আইসিইউ ইউনিট একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য খাতে একটি মাইলফলক।’

বুধবার (৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য ৪ শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মুশিউর রহমান জানান, নবজাতক ইউনিট চালু হওয়ায় নারায়ণগঞ্জসহ আশেপাশের জেলার নবজাতকদের আর রাজধানীতে যেতে হবে না। এতে চিকিৎসা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

RSS
Follow by Email