মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led03সদরস্বাস্থ্য

ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, দগ্ধ চালক ও রোগী

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের সামনে হঠাৎ একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যাওয়ায় চালকসহ দুজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন ৩০ বছর বয়সী অ্যাম্বুলেন্স চালক বিজয় এবং বন্দর উপজেলার বাসিন্দা রোজিনা বেগম (৫০)।

রোজিনার বোন ফরিদা বেগম জানান, তার আড়াই বছর বয়সী নাতি আয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা তাকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তারা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ফরিদা বলেন, “অ্যাম্বুলেন্সে ওঠার আগেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। আমরা আতঙ্কে ছোটাছুটি শুরু করি, কিন্তু রোজিনার পা আগুনে ঝলসে যায়।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “রোগী ওঠার আগে চালক ইঞ্জিন চালু করতেই ভেতরে জমে থাকা গ্যাসের কারণে স্পার্ক থেকে আগুন ধরে যায়। এতে চালক ও রোগীর একজন স্বজন দগ্ধ হন।”

ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই চালককে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। দগ্ধ রোজিনা বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এই আকস্মিক অগ্নিকাণ্ডের কারণে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাদের স্বজনরা ভয়ে বাইরে বেরিয়ে আসেন।

RSS
Follow by Email