বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
গণমাধ্যমসদর

ভাষা সৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী পালন

লাইভ নারায়ণগঞ্জ: দৈনিক খবরের পাতা সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের পিতা, ভাষা সৈনিক মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত ১২ নভেম্বর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর শহরের আলম খান লেনস্থ আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে এই মাহফিল আয়োজিত হয়।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম এম আবু বকর সিদ্দিকীর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।

এছাড়াও, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, আমির হোসেন স্মিথ, কাজী ইসলাম মিয়াসহ সাংবাদিক সমাজ এবং ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

মৃত্যুবার্ষিকীতে মরহুম আবু বকর সিদ্দিকীর বড় ছেলে শহিদ বাঙ্গালী ও চতুর্থ ছেলে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জবাসীর কাছে তাদের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

প্রসঙ্গত, জীবদ্দশায় মরহুম এম আবু বকর সিদ্দিক ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে কারাবরণ করেন এবং ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলেও, তাঁর রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস “আবার সূর্য উঠবে” পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছিল।

এছাড়াও তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি, মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ব্যবসা ক্ষেত্রেও তাঁর অবদান ছিল সুদূরপ্রসারী; তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালে প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি, তিনি নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং ধান-চাল মিলস মালিক সমিতিরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

মরহুম এম আবু বকর সিদ্দিক ২০০৩ সালের ১২ নভেম্বর ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

RSS
Follow by Email