সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
Led05ধর্ম

‘ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না, উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী’

লাইভ নারায়ণগঞ্জ: টঙ্গীর ইজতেমার ময়দানে গভীর রাতে মুসুল্লিদের উপর সাদপন্থিদের অতর্কিত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা এবং সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাদানীনগর ছাত্রসমাজ ও তাওহীদ জনতা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ১ টায় টায় সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের মাদানীনগর মাদ্রাসা থেকে বটতলা পর্যন্ত মিছিল করে ফের মাদানীনগর চত্বরে এসে মোনাজাত দেন বিক্ষোভকারীরা।

এ সময় মাদানীনগর মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং আশপাশের জনতা একত্রিত হয়ে সাদপন্থিদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মুসুল্লিদের হত্যা করার পাশাপাশি অনেক মুসুল্লিকে আহত করা হয়েছে, এমন দাবি জানিয়ে অনতিবিলম্ব জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি সাদপন্থিদের নিষিদ্ধ করতে হবে এমন বার্তা দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ এবং মাদানী নগর মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানসহ কয়েকজন আলেম।

সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না। মূলত তাবলীগ জামায়াতের শত বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করতেই সাদপন্থীরা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র কোনো দিন মেনে নেবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তাবলীগ জামায়াত নিয়ে ষড়যন্ত্রকারী সাদপন্থীদের নিষিদ্ধ ও হামলায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আর না হলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু সাদপন্থীদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো। এই সাদপন্থীদের তাবলীগ জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী।

RSS
Follow by Email