ভাড়া স্থগিত করে বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে: রফিউর রাব্বি
লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল না করে শুধু স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি মন্তব্য করেছেন যে, এর মাধ্যমে জেলা প্রশাসক আবারও ভাড়া বাড়ানোর পথ খোলা রেখেছেন। শনিবার (২৩ আগস্ট) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত বুধবার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের বিরোধিতা সত্ত্বেও নন-এসি বাসের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছিল, যা বৃহস্পতিবার সকাল থেকে কার্যকর হয়। ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে শুক্রবার সকালে জেলা প্রশাসক সেই সিদ্ধান্ত স্থগিত করে পূর্বের ভাড়া বহাল রাখার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে রাব্বি বলেন, “জেলা প্রশাসক সিদ্ধান্তটি এখনও ‘বাতিল’ বা ‘প্রত্যাহার’ করেননি, ‘স্থগিত’ করেছেন মাত্র। অর্থাৎ যেকোনো সময় আবার তা কার্যকর করার পথ খোলা রেখেছেন।” তিনি আরও বলেন, যেখানে জ্বালানি তেলের দাম কমতির দিকে এবং সরকার নতুন কোনো প্রজ্ঞাপন জারি করেনি, সেখানে এই সময়ে ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।
রাব্বি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে পরিবহন খাতটি ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস ছিল। স্থানীয় বিআরটিএ ও প্রশাসন সবসময় তাদের সহায়তা করেছে। তিনি বর্তমান জেলা প্রশাসকের এই উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি ঢাকা-নারায়ণগঞ্জ পথে এসি বাসের ভাড়া ৮০ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা করার এবং ডাবল লাইনে মেট্রোরেল সংযোগের কাজ বাস্তবায়নেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রথীন চক্রবর্তী, সিপিবি’র জেলা সভাপতি হাফিজুল ইসলাম, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।