মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
Led03রাজনীতি

ভাড়া বৃদ্ধি গণস্বার্থবিরোধী ও অযৌক্তিক: মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্তকে গণস্বার্থবিরোধী এবং অযৌক্তিক বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত বছরের ৭ নভেম্বর দীর্ঘ আন্দোলনের পর প্রশাসনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই রুটে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারিত হয়েছিল। অথচ এখন বাস মালিকদের অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, সরকারি বিধি অনুযায়ী এবং দূরত্ব বিবেচনা করলে ভাড়া ৪৫ টাকা হওয়া উচিত ছিল, কিন্তু সমঝোতার জন্য ৫০ টাকা ভাড়া মেনে নেওয়া হয়েছিল। এখন এই ভাড়া বৃদ্ধি জনগণের প্রতি অবিচার। তিনি আরও বলেন, ৫২ সিটের বাসকে ৪৫ সিট দেখিয়ে ভাড়া বাড়ানো যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, গত এক বছরে জ্বালানির দাম বাড়েনি, তাই এই সময়ে ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যদি এর পেছনে কোনো চাঁদাবাজির সংশ্লিষ্টতা থাকে, তবে তা দ্রুত জনগণের কাছে প্রকাশ করা হোক।

তিনি অবিলম্বে ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক ও বাস মালিকদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

RSS
Follow by Email