ভাই-বোনেরা মিলে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে চাই: টিপু
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আপনারা ভয় পাবেন না; বিরোধী দলীয় নেত্রী একজন নারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন নারী। অথচ, আপনারাই সবচেয়ে বেশি নির্যাতিত। তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বেড়েছে। আপনারা পুরুষ ভাইদের পাশাপাশি আপনারাও রাজপথে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে শেখ হাসিনার সরকারকে পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো। পাশাপাশি তারুণ্যের অহংকার তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে নিয়ে আনবো। আমরা ভাই-বোনেরা মিলে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে চাই।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে নগরীর মিশন পাড়ার হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে এ কথা বলেন তিনি।
আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশের মা বোনকেরকে রাজনীতিতে সর্ম্পৃক্ত করার আজ থেকে ৪৫ বছর পূর্বে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাবার্ষীকিতে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কারাবন্দী বেগম খালেদা জিয়া, বিদেশে অবস্থানরত তারেক জিয়া, জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করতে গিয়ে মৃত্যু বরণ করা মুর্শিদ জাহান, জাহানারা ইসলামকে।
প্রতিষ্ঠাবার্ষিকী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দল সমাবেশটির আয়োজন করে। পরে নগরীর মিশন পাড়া থেকে শোভাযাত্রা বের করা হয়। নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভ ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়ার সভাপতিত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মাশেকুল ইসলাম রাজিব প্রমূখ।
সমাবেশের সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।