ভাইপার হাসিনা পালিয়েছে, সেই রাইফেল ক্লাব এখন নাই: সাখাওয়াত রানা
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমরা প্রথম ভাইপার হাসিনা নাম দিয়েছি। সেই ভাইপার হাসিনা পালিয়েছে। আমরা বলেছি রাইফেল ক্লাব থাকবে না, সেটাও এখন নাই।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর মিশনপাড়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন সাখাওয়াত ইসলাম রানা।
তিনি আরও বলেন, আমাদের রাজীব ভাইয়ের মত নেতৃত্ব আমি আগে কখনো দেখি নি। রাজীব ভাইয়ের কাছে আবদার থাকবে আমাদের দলের কিছু নেতা বিভিন্ন মামলায় কাশিমপুর কারাগারে আছে। তার ছোট মেয়ের বয়স আজ ১৭ বছর। তার যেন মিথ্যে মামলায় আর জেল খাটতে না হয়। ৫ তারিখের আগে যারা রাজপথে থেকেছেন তারাই কমিটিতে থাকবেন। আমার কোনো ভাই-বোন নাই, আমি দলের কথা বলি। দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেই।
সম্মেলনে মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাজিব আহসান, সহ-সভাপতি এমজি মাসুম রাসেল, সহ-সভাপতি এড সামলা সোমা, কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মিজান, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক গোলাম, সদস্য সফিকুল ইসলাম দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর সেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, মিঠু ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।