সোমবার, মার্চ ৩১, ২০২৫
Led02অর্থনীতি

ভলান্টিয়ারদের সাথে ইফতার করলো বিকেএমইএ সভাপতি হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে রমজান মাস জুড়ে যানজট নিরসনে কাজ করা ভলান্টিয়ারদের সাথে ইফতার করেছে, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

শুক্রবার (২৮ মার্চ) নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের পাশে বিকেএমইএ’র ভবনে ওই ইফতারের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের সিপিজিসিবিএল’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) ব্যবসায়ী প্রতিনিধি, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ে যাকাত বোর্ডর সদস্য ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চাষাঢ়া ট্রাফিক ইন্সপেক্টর (ইনচার্জ) এমএ করিম, বিকেএমই’র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক আশিকুর রহমান, মো. আব্দুল হান্নান, রতন কুমার সাহা, তারেক আফজাল, জাকারিয়া ওয়াজিদ, মিনহাজুল হকসহ বিকেএমইএ’র পরিচালক, ব্যবসায়ী ও নেতৃবৃন্দ।

RSS
Follow by Email