সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led02সদর

বড়দিন উদযাপনে এসপি ‘দেশ যে সবার, সেটা এই অনুষ্ঠান প্রমাণ করে’

লাইভ নারায়ণগঞ্জ: জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আজ যীশু খ্রীষ্টের জন্মদিন। জেলা পুলিশের পক্ষ থেকে এই দিনে এমন আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই দেশ ও রাষ্ট্রদের যে সবার সেটাই এই অনুষ্ঠান প্রমাণিত করে। শুধু খ্রিস্টান নয় এখানে হাজার হাজার মানুষ এসেছেন বড়দিনও উদযাপন করতে।

বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে নগরীর বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গীর্জায় কেক কাটা হয়। এসময় উপস্থিত থেকে এক বক্তব্য এ কথা বলেন এসপি প্রত্যুষ কুমার।

এসময় তিনি আরও বলেন, এদেশে যখনই কোন উৎসব হয়, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ও মুসলিম সকলেই সেই উৎসবেকে উদযাপন করে। এটাই হচ্ছে বাংলাদেশের চরিত্র। অন্যান্য দেশে যেমন যার উৎসব সেই পালন করে, কিন্তু বাংলাদেশে এমন নয়। এদেশে ঈদের মধ্যেও হিন্দু-মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান উদযাপন করে ঠিক তেমনি বড়দিনেও একই সাথে তারা উদযাপন করে। আমাদের দেশ পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতিক দেশ।

RSS
Follow by Email