বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led03বন্দর

‘ব্রাক এনজিও’র কিস্তির টাকা না দিতে পারায় কিশোরের আত্মহত্যার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বারপাড়া বাগানবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।

নিহত কিশোরের নাম শান্ত ইসলাম (১৬)। সে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বারপাড়া বাগানবাড়ি এলাকা মাকে নিয়ে বসবাস করতেন।

নিহতের মা আয়েশা বেগম জানান, স্বামী হারা ছেলেকে নিয়ে বন্দরের লাঙ্গলবন্দ বারপাড়া বাগানবাড়ি এলাকায় বসবাস করেন। তিনি বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে থাকেন। ছেলেকে নিয়ে একটু সুখে থাকার জন্য ব্রাক এনজিও থেকে ২ লাখ টাকা লোন নিয়ে দেড় লাখ টাকায় ছেলেকে একটি অটো কিনে দেন। গত ৫ জানুয়ারি বন্দরের সাবদি এলাকায় ভাড়ায় যাত্রী নিয়ে গেলে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে ধোকা দিয়ে অটোটি চুরি নিয়ে যায়। এদিকে গত ১০ জানুয়ারি ব্রাক এনজিওর কিস্তি দেয়ার তারিখ ছিল। সময় মত কিস্তির টাকা পরিশোধ করতে নাপারায় এনজিও থেকে চাপ দেয়া হয়। সে এনজিওর চাপ সইতে না পেরে গত
মঙ্গলবার গবীর রাতে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মগে প্রেরণ করি। প্রাথমিক ভাবে জানতে পারি অভাবের তারণায় আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রির্পোট পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email