শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
Led02রাজনীতি

ব্যাপিষ্ট চার্চের সভায় মাসুদুজ্জামান ‘সবার আগে বাংলাদেশ’

লাইভ নারায়ণগঞ্জ: ‘ধর্মীয় ভেদাভেদ ভুলে ‘সবার আগে বাংলাদেশ’— এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ ব্যাপিষ্ট চার্চে অনুষ্ঠিত হলো এক বিশেষ আত্মিক উদ্দীপনা সভা। শুক্রবার (২৪ অক্টোবর) আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী মাসুদুজ্জামান মাসুদ, যিনি আবেগঘন বক্তৃতায় নারায়ণগঞ্জের শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে তুলে ধরেন।

চার্চের মঞ্চ থেকে মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শত শত বছরের ঐতিহ্যবাহী শহর, যেখানে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির সাথে বসবাস করছে। এই আত্মিক উদ্দীপনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো আমার জন্য এক বিরাট সম্মানের।

তিনি উল্লেখ করেন, জীবনের প্রতিটি দায়িত্ব ও সেবার পেছনে যদি আত্মিক অনুপ্রেরণা থাকে, তবে তা মানুষের জীবনে সাফল্য বয়ে আনে।

জাতীয়তাবাদী দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নীতি খুব স্পষ্ট— বহু ধর্মের, বহু মতের ও পথের মানুষ আমাদের দেশে পূর্ণ মর্যাদার সাথে বসবাস করবে। কারণ দিনশেষে আমাদের সকলের পরিচয় এক, আর তা হলো— আমরা সবাই বাংলাদেশী। এই ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রকে বুকে ধারণ করেই আমরা উন্নত নারায়ণগঞ্জ গড়ার জন্য কাজ করছি।

এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি, সমগ্র বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি এলবার্ট ডি. কস্টা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি লিটন পাল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতাকর্মী ও সাধারণ অতিথিদের মতে, মাসুদুজ্জামান মাসুদের এই বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয়, বরং এটি নারায়ণগঞ্জের বহুত্ববাদী সংস্কৃতি এবং আন্তঃধর্মীয় ঐক্যের প্রতি এক গভীর শ্রদ্ধাজ্ঞাপন।

RSS
Follow by Email