রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজনীতি

ব্যানার-ফেসটুন অপসারণের মহানগর বিএনপির নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা গ্রহণ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন এলাকায় জরুরী ভিত্তিতে বিভিন্ন স্থানে লাগানো ব্যানার, ফেসটুন, পোষ্টার সহ সর্বধরনের বিলবোর্ড অপসারন করার নির্দেশ দলটি নেতারা। বুধবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই জরুরী নির্দেশনা দেন।

জরুরী নির্দেশনা উল্লেখ করা হয়, ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা ও ইউনিট সমূহে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবগত করা যাইতেছে যে, ১৩ নভেম্বর থেকে আগামী ১৬ নভেম্বর শনিবার বিকাল পর্যন্ত জরুরী ভিত্তিতে বিভিন্ন স্থানে লাগানো ব্যানার, ফেসটুন, পোষ্টার সহ সর্বধরনের বিলবোর্ড অপসারন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু নির্দেশনা প্রদান করিয়াছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হইবে।

RSS
Follow by Email