সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
সদর

ব্যবসায়ী মাসুদুজ্জমানের পিতা আলী নূরের ইন্তেকাল

লাইভ নারায়ণগঞ্জ: মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মো. মাসুদুজ্জামানের পিতা আলী নূর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার তল্লা এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স ছিল ৯৪ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, এক কন্যা ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

মরহুম আলী নূর সমবায় কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রেখেছিলেন। তল্লা বড় মসজিদ, সমবায় মার্কেটের চেয়ারম্যান ও তল্লা সাধারণ পাঠাগারের উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। ব্যক্তিজীবনে দানশীল আলী নূর বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠায়ও ভূমিকা রেখেছেন।

RSS
Follow by Email