বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
Led05ফতুল্লা

ব্যবসায়ী ওপর হামলার প্রতিবাদে লিংক রোডে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেটের ব্যবসায়ী ওবায়েদুল করিম জিয়াদকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে মিতালী মার্কেট সাইনবোর্ড ব্যবসায়ী বৃন্দ। হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে মিতালী মার্কেটের ১নং গেট সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নুর আলমের সভাপতিত্বে এবং ব্যবসায়ী মোহাম্মদ তুহিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেন বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন বাদশা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, “আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, আমার ব্যবসায়ী ভাই জিয়াদের ওপরে যে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

তিনি মিতালী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা ব্যবসায়ীদের মাঝে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদেরকেও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

বাদশা আরও হুঁশিয়ারি দেন, “এই হামলার বিচার আমরা যদি না পাই, তাহলে আমরা ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যাব। আমি বিগত দিনে ব্যবসায়ী ভাইদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

এসময় আরো উপস্থিত ছিলেন মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম, আব্দুর রশীদ, জয়নাল আবেদীন জুয়েল, যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার-সম্পাদক আবু তাহের মুন্সিসহ আরো অনেকে।

RSS
Follow by Email