মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
Led02রাজনীতি

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে: খোরশেদ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মহানগরীর নিতাইগঞ্জে গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) গণসংযোগকালে তিনি বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং সারাদেশে দল মনোনীত প্রার্থীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের অন্যতম পাইকারি খাদ্যপণ্যের বাজার নিতাইগঞ্জে ব্যবসায়ী ও লোড-আনলোড শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খোরশেদ।

তিনি বলেন, আওয়ামী দুঃশাসনে বিপর্যস্ত বাংলাদেশের অর্থনীতি, আইনের শাসন পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান ৩১ দফার আলোকে স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এসময় তিনি দেশজুড়ে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

দলীয় সিদ্ধান্তের প্রতি কর্মীদের কঠোর আনুগত্য বজায় রাখার আহ্বান জানিয়ে খোরশেদ বলেন, “আমাদের নেতা শহীদ জিয়া বলেছেন ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’। অতএব আমরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকে শিরোধার্য মেনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে জীবন বাজি রাখবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন একজন রাজপথের কর্মীর চূড়ান্ত মূল্যায়ন। গত ১৭ বছরে নেতাকর্মীরা অনেক জেল-জুলুম সহ্য করেছেন। তিনি কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সবার আগে বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে আমাদের মেনে নিতে হবে।”

গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সিনিয়র সহ সভাপতি নাজমুল কবীর নাহিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email