ব্যক্তিগত বক্তব্য বা অবস্থান দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে: মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ দলীয় প্রার্থী তালিকা নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর বক্তব্যের সংশোধন এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “দলীয় সিদ্ধান্তই আমাদের একমাত্র কার্যকর ও বৈধ নির্দেশনা।”
মঙ্গলবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ দলীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করে যে সম্মান দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সকল নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত, দায়িত্বশীল রাজনৈতিক শক্তি।”
তিনি দলের প্রতি তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, “ব্যক্তিগত বক্তব্য বা অবস্থান দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে – তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে বিভিন্ন রাজনীতিকের ছবি প্রচার করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন।
তিনি বলেন, আমি কী ছিলাম তা নারায়ণগঞ্জের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মী, বিএনপি এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানেন। আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন, তারা জানেন আমার অবস্থান কোথায় ছিল। আমার নাম রাজনৈতিক মামলার এজাহারেও তোলা হয়েছিল। বিএনপি একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক পরিবার। এখানে মতভেদ থাকতে পারে, কিন্তু সেটা হতে হবে সংগঠন ও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে। আমি বিশ্বাস করি, যারা আজ সমালোচনা করছেন, তারাও দলের কল্যাণ চান। দিনশেষে আমরা সবাই ধানের শীষের লোক – দলের সিদ্ধান্তই আমাদের সবার জন্য চূড়ান্ত ও বাধ্যতামূলক নির্দেশনা।”
মাসুদুজ্জামান মাসুদ তাঁর ভবিষ্যৎ লক্ষ্যের কথা তুলে ধরে বলেন, “আমরা চাই একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাকেন্দ্রিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে – যেখানে নারী-পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ সমানভাবে এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, তরুণদের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সংমিশ্রণে একটি ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় নতুন নারায়ণগঞ্জ গড়াই তাঁদের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু, সদস্য হাজী ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা সহ সদর ও বন্দরের বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
