বৈষম্য বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্রদল: আজাদ
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন কারা? এখানে কি ছাত্রদল ছিল না? এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্রদল, কারণ ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড। আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি বিএনপির নেতাকর্মী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ৩৯নং সাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, গণতান্ত্রিক আন্দোলনের রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বিগত ১৭ বছর ধরে এদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারই একটি অংশ। এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করেছি, কিন্তু এটি চলেছে দীর্ঘ ১৭ বছর ধরে।
শিক্ষার্থীদের উদ্দেশে নজরুল ইসলাম আজাদ বলেন, তোমরা আমাদের ভবিষ্যৎ। অতীত ও বর্তমান সম্পর্কে জানতে হবে, দেশের সঠিক ইতিহাস জানতে হবে। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু শেখ হাসিনা তার সঠিক ইতিহাস মুছে দিতে চেয়েছিলেন। তারা কি পেরেছে? পারেনি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবার মানুষের হৃদয়ে রয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমান। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বাংলাদেশকে মুক্ত করেছেন। আর খুনি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নতুন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তারেক রহমান।
অনুষ্ঠান শেষে নজরুল ইসলাম আজাদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।