বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04ফতুল্লা

বৈষম্য বিরোধী আন্দোলনের নাশকতার মামলায় যুবক আটক

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা আছে।

আটককৃত যুবকের নাম আজমীর (২৯)। সে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার মো. শহীদ হোসেনের ছেলে।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার মেজর মো. অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, গত ১৯ জুলাই বিকাল ৫টায় আজমীরসহ অন্যান্য আসামীরা ফতুল্লা লিংক রোড ভুইঘর বাস স্ট্যান্ড এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, রিভালবার, পিস্তল, কাটা রাইফেল, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও তলোয়ারসহ সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী নিরিহ ছাত্র-ছাত্রীদের উপর ঝাপিয়ে পড়ে। ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলন বিফল করার জন্য আসামীগণ একত্রিত হইয়া তাহাদের হাতে থাকা ককটেল বিস্ফোরন ও অনবরত গুলি বর্ষণ করিতে থাকে। ছাত্র-ছাত্রীদের সুষ্ঠ-ন্যায় দাবি থেকে বিতাড়িত করার জন্য অন্যান্য অস্ত্র দিয়ে আক্রমন করে।

তিনি আরও জানান, আসামীরা বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান, যানবাহন, বাস স্টেশনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামল করে। এমন সময় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও যানবাহনে অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এই রূপ সন্ত্রাসী কর্মকান্ডের ফলে সাধারন জনগণের প্রান হানি ঘটে এবং অনেকেই আহত হয়। পরে ২২আগস্ট ফতুল্লা থানায় আজমীরসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এরকই ধারাবাহিকতায় নাশকতা মামলার পলাকত আসামী আজমীরকে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকা হতে আসামীকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে জানা যায় যে আসামী আজমীর এক জন পেশাদার মাদক ব্যবসায়ী। সে চুরি, ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন ধরনের ঘৃন্য অপরাধের সাথে জড়িত। আজমীরের বিরুদ্ধে ফতুল্লা থানায় দুটি মামলা আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email