রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
বন্দররাজনীতি

বৈষম্যবিরোধী মামলায় বন্দরে দুই আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার দুপুরে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এই গ্রেপ্তারকে ঘিরে বন্দর উপজেলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাসুদ ওরফে মাছুম (৫০) এবং যুবলীগ নেতা বাপ্পী (৩৫)। পুলিশ জানিয়েছে, মাসুদ দড়ি সোনাকান্দা এলাকার প্রয়াত বসির মিয়ার ছেলে এবং বাপ্পী নবীগঞ্জের মাজহারুল ইসলামের ছেলে।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, শুক্রবার রাতে বন্দরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। বন্দর এলাকায় ‘ডেভিল হান্ট’ নামে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বন্দর খেয়াঘাটে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। ওই হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা মাসুদ জড়িত ছিলেন। অন্যদিকে, বন্দরের শাহী মসজিদ এলাকায় আন্দোলনকারীদের পানি খাওয়ানোর কারণে একটি গ্যারেজে হামলার ঘটনা ঘটে। সেই হামলায় যুবলীগ নেতা বাপ্পী অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

RSS
Follow by Email