বৈষম্যবিরোধী মামলায় এবার পুলিশের জালে যুবলীগ নেতা মোক্তার
লাইভ নারায়ণগঞ্জ: বন্দর পুলিশের জালে এবার আটক হয়েছেন বন্দর উপজেলায় মুছাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় মুছাপুর দরগার সামনে থেকে তাকে আটক করেন কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক রেজাউল করিম। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।
আটককৃত মোক্তার হোসেন মুছাপুর এলাকার শেরু মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত হওয়া বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হলেন মোক্তার হোসেন।
পুলিশ জানিয়েছে, মোক্তার হোসেনকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বাইরে থাকায়, তিনি থানায় ফিরে আসলে মোক্তার হোসেনের ব্যাপারে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।