সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led03বন্দর

বৈষম্যবিরোধী মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলায় জড়িত থাকার অভিযোগে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের নেতা মফিজুল ইসলাম মফিজ (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে বন্দর থানার বুরুন্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বন্দর থানায় দায়ের করা ১৪(৮)২৪ নং মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ২২ জুলাই রাত সাড়ে ১২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলন সমর্থক জাহিদ আলআমিন আন্দোলনকারীদের জন্য খাবার সরবরাহ করছিলেন। এর জেরে মফিজসহ আওয়ামী লীগ সমর্থিত কিছু আসামি শাহীমসজিদ এলাকার একটি অটোরিকশা গ্যারেজে হামলা চালায়। এসময় ২৩টি অটোরিকশা, একাধিক চার্জার এবং একটি টেলিভিশন লুট করা হয়।

RSS
Follow by Email