মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led04বন্দররাজনীতি

বৈষম্যবিরোধী মামলায় বন্দরে আওয়ামী লীগ-যুবলীগ নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সকালে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মহানগর ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন (৪৮) এবং মুছাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার ও একই ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মাহাবুব আলম (৫৮)।

পুলিশ জানায়, গত শনিবার (৩০ আগস্ট) রাতে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর রোববার দুপুরে তাদের বিরুদ্ধে দায়ের করা বৈষম্যবিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বন্দর একরামপুর কদম রসুল কলেজের সামনে শিক্ষার্থী আশিককে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় যুবলীগ নেতা ও মেম্বার মাহাবুব আলম তার সহযোগীদের নিয়ে।

অন্যদিকে, গত ২০ জুলাই রাতে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় নাজিম উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

RSS
Follow by Email