সোমবার, নভেম্বর ১০, ২০২৫
Led02বন্দররাজনীতি

বৈষম্যবিরোধী মামলায় তাঁতী লীগ-ছাত্রলীগের ২ নেতা আটক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন তাঁতী লীগ এবং ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) ভোর রাতে বন্দর থানার ধামগর ও মুছাপুর এলাকায় আলাদা দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, তাঁতী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুল বারেক (৫২), তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. হানিফ কবির (৩৮), তিনি মৃত রফিক সরদারের ছেলে।

পুলিশ জানায়, প্রথম অভিযানটি রাত ৩টার দিকে পরিচালিত হয়। এই অভিযানে বন্দর থানা পুলিশ ধামগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে মো. আব্দুল বারেককে আটক করে।

পরে, রাত ৪টা ২০ মিনিটের দিকে দ্বিতীয় অভিযান চালিয়ে মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকা থেকে মো. হানিফ কবিরকে আটক করা হয়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে, মো. হানিফ কবিরকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় আটক করা হয়েছে। মো. আব্দুল বারেককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের মামলায় আটক করা হয়েছে।

ওসি আরও জানান, আটককৃত এই দুই নেতাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email