রবিবার, জুলাই ২৭, ২০২৫
Led05বন্দররাজনীতি

বৈষম্যবিরোধী মামলায় জাতীয় পার্টির নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় পার্টির নেতা স্বপন চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বন্দরের খেয়াঘাটে এক মারামারির ঘটনা ঘটেছিল। এই ঘটনায় বন্দর থানায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মোট ৫৯৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৯৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। স্বপন চন্দ্র দাস এই মামলারই একজন এজাহারভুক্ত আসামি।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছিল। সেই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্বপন চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

RSS
Follow by Email