বৈষম্যবিরোধী ছাত্র নেতাসহ ৪০ জন স্বেচ্ছাসেবক দলে যোগদান
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল হোসাইনের নেতৃত্বে ৪০ জন স্বেচ্ছাসেবক দলে যোগ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে কুশিয়ারা এলাকায় শহীদ স্বজনের কবর জিয়ারত করতে গিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুল দিয়ে তারা এই যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তারা শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের খোঁজ-খবর নেন।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান ও সদস্য সচিব মো. সোহেলসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। যোগদান শেষে একটি বিজয় র্যালি বের করা হয়।