রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়ে

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের তথ্য সংযোজনের আহ্বান প্রশাসনের

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তাদের পরিবারের সদস্যদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আবেদন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক জানান, ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়পর স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা কমিটির মাধ্যমে প্রাপ্ত শহীদদের নাম ইতিমধ্যে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসময় এখন পর্যন্ত আন্দোলনের কিংবা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে যারা মৃত্যুবরণ করেছেন সেসকল শহীদদের নাম যথাযথ তথ্য ও প্রমাণসহ পাঠাতে পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

RSS
Follow by Email