বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪
Led01জেলাজুড়ে

বৈষম্যবিরোধী আন্দোলনে না.গঞ্জে নিহতের সংখ্যা ৫৫, আহত ৬ শতাধিক

#স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিহতের তালিকায় নারায়ণগঞ্জের ২৬ জন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বহু প্রাণহানীর ঘটনা ঘটেছে। ছাত্র, শ্রমিক, শিশু, গৃহিণীসহ অনেকেই না ফেরার দেশে চলে গেছেন, সেই সাথে আহতও হয়েছেন কয়েক শতাধিক। ঐতিহাসিক এ আন্দোলনের সময়ে নিহত ও আহতের চিহ্নিত করতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কাজ করছেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরী করেছেন জেলা সিভিল সার্জন মশিউর রহমান। সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে প্রেরণ করা হয়েছে। সেই তালিকা মতে, নারায়ণগঞ্জে ৫৫ জন নিহত এবং ৬ শতাধিত আহত হয়েছেন।

তবে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশের ৭০৮ জন নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে। নিহতের তালিকায় নারায়ণগঞ্জের ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। তালিকা পর্যালোচনা করে দেখা যায়, নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও সিভিল সার্জনের দেয়া তথ্যে এবং দেশের বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জের নিহত বাসিন্দা মিলে এ ২৬ জনের নাম পাওয়া গিয়েছে।

এব্যাপারে জেলা সিভিল সার্জন মশিউর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, গণ-অভ্যুত্থানে দেখা গেছে নারায়ণগঞ্জের মানুষ সিলেট গিয়ে নিহত হয়েছে আবার সিলেটের মানুষ নারায়ণগঞ্জ এসে নিহত হয়েছে। সে হিসেবে নারায়ণগঞ্জের কতজন নিহত বা নারায়ণগঞ্জে এসে কতো জন নিহত হয়েছে সেটা এ তালিকায় এখনো নিরুপন করা হয়নি। তবে আমরা নারায়ণগঞ্জ থেকে ৫৫ জন নিহত ও ৬ শতাধিক আহতের তথ্য পাঠিয়েছি। মন্ত্রণালয় এ তালিকায় কিভাবে সেই তথ্য ভেরিফাই করেছে সেটা তারা ভালো যানে।

জেলা সিভিল সার্জনের তৈরীকৃত আহত ও নিহতদের তালিকা আগামী প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে দেওয়া নিহতের তালিকা একটি প্রাথমিক খসড়া তালিকা। তালিকা তৈরিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসা কেন্দ্র থেকে তথ্য নিয়েছে। এতে নিহতের তথ্য প্রদানকারী সংস্থা, নিহতের নাম, পরিচয়, ফোন নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়। তবে কে কোথায় নিহত হয়েছে তা উল্লেখ করা হয়নি। এ তালিকায় সংশোধন ও সংযোজনের ব্যবস্থা করা হয়েছে। তথ্য সংশোধন ও সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া তালিকায় নারায়ণগঞ্জে নিহত এবং অন্যান্য অঞ্চলে নিহত নারায়ণগঞ্জের বাসিন্দারা হলেন:

১-আহাসান কবির (শরীফ)-দক্ষিণ সানারপাড়, নারায়ণগঞ্জ সদর
২-আল আমিন- রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
৩-আল মামুন আমানট- জালকুড়ি, নারায়ণগঞ্জ
৪-ফারহানা ফায়াজ রাতুল- বরপা, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
৫-হযরত বেল্লাল- কলতাপাড়া, সোনারগাঁ
৬- জামাল হোসাইন শিকদার- পাইনাদী, নতুন মহল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
৭-মাবরুর হোসেন রাব্বি- বটতলা, দক্ষিণ শিয়ারচর, কুতুবপুর ইউনিয়ন, ফতুল্লা
৮-মো. জামাল- জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর
৯-মো. মিনারুল ইসলাম- গোলজারবাগ (গুড়িপাড়া), রাজশাহী কোর্ট, কাশিয়াডাঙ্গা, রাজশাহী
১০-মো. সুজন খান- হাশেমপুর, খান বাড়ি, মতলব উত্তর, চাঁদপুর
১১-মো. তুহিন- উত্তর রসুলবাগ ৩নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর
১২- মো. আরমান ভূঁইয়া- গ্রাম: লক্ষীবর্দী, নয়াপাড়া ,গোপালদীপৌরসভা, আড়াইহাজার
১৩-মো. ইফরান ভূঁইয়ার- ৩নং ওয়ার্ড, নিমাইকাসারী, কানেলপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর
১৪-মো. মোহসিন- বাহাদুরপুর, আড়াইহাজার
১৫-মো. সাইফুল ইসলাম দুলাল- চনপাড়া, কায়েতপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
১৬-মো. সজল মিয়া- সাবেক তোতা মেম্বারের বাড়ির পাশে, সালমদি, ইউনিয়ন-মাহমুদপুর, আড়াইহাজার,
১৭- মো. সুজন- কুশিয়ারা পূর্বপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ
১৮- মো. মাহমুদুর রহমান কেএইচ- কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
১৯- পেরভাসর হাওলাদার- নিমাইকাসারী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর
২০-পারভেজ- ভুইঘর, নারায়ণগঞ্জ
২১-রিয়া গোপ- নয়ামাটি, ডিআইটি, নারায়ণগঞ্জ সদর
২২-শফিকুল- বালুয়াকান্দী বিশনন্দী, আড়াইহাজার
২৩-সোলাইমান বেপারী- আলনুর টাওয়ার, মাদানী নগর, ডাকঘর: সানারপাড়, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ
২৪-মো. আদিল- ভুইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ
২৫-সুমাইয়া সুমি- চিটাগং রোড, পাইনাদী, নতুন মহল্লা, দোয়েল চত্ত্বর, নারায়ণগঞ্জ
২৬- আবু হোসাইন মিজি- গ্রাম-কমলাপুর (মিঠু খান বাড়ী) বালিয়া, চাঁদপুর সদর, চাঁদপুর

RSS
Follow by Email