সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
বন্দররাজনীতি

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোখলেস (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নূরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোখলেস বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ এলাকার আনার মিয়ার ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পুলিশ মোখলেসকে ৩(৯)২৪ নং মামলায় আদালতে পাঠিয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রায় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারী বন্দর বাসস্ট্যান্ড থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। সেই সময় তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

RSS
Follow by Email