মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
Led02সদর

বৈশাখে সামাজিক সম্প্রীতির দৃষ্টি ফুটিয়ে তুলবো: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, বাঙালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। আমরা প্রতি বছর আমাদের বাঙালির যে ঐতিহ্য ‘পহেলা বৈশাখ’ সেটা আমরা পালন করি। হাজার বছর ধরে আমরা এটা পালন করে আসছি। পহেলা বৈশাখে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে পহেলা বৈশাখে আমরা একটি র‌্যালি বের করবো। এছাড়া, জেলা প্রশাসন কার্যলয়ে একটি বৈশাখ মেলা হবে, আমাদের সাংস্কৃতিক সংগীত সন্ধ্যা প্রোগ্রাম হবে। এখানে সকল শ্রেনী পেশার মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে এবং অনুষ্ঠানকে প্রাণবন্দ করে।

রবিবার (১৩ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, পহেলা বৈশাখ’র উৎসবকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা নিশ্চিত করণে সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডিসি মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, সকলের নিরাপত্ত নিশ্চিত করণে আমরা শহরে পরিদর্শন করেছি। যাতে কারো মধ্যে কোন সংশয় কাজ না করে, উৎসবটি যাতে সুন্দরভাবে পালন করতে পারি। আমরা নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা যে সামাজিক সম্প্রীতির মধ্যে আছি, তার একটি দৃষ্টান্ত স্থাপন করতে, বিভিন্ন ধর্মের মানুষকে তাদের পোশাক পরিধান করিয়ে একসাথে বসাবো। যাতে সবাই বুঝে সকল ধর্ম গোষ্ঠি সমান। এই বছর আমরা একটি সামাজিক সম্প্রীতির দৃষ্টি ফুটিয়ে তুলবো। সিসি টিভি ক্যামেরা দিয়ে আমরা মনিটরিং করবো সার্বক্ষণিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

RSS
Follow by Email