বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
Led02শিক্ষা

বৈশাখের দিন ক্লাস নেওয়ার ঘটনা তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে: জেলা শিক্ষা অফিসার

লাইভ নারায়ণগঞ্জ: পহেলা বৈশাখে সোনারগাঁয়ে একটি স্কুলে পাঠদান কর্মসূচি চলমান থাকার ঘটনায় তদন্ত হচ্ছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লাইভ নারায়ণগঞ্জকে দেওয়া এক বক্তব্যে এ কথা জানান তিনি। এর আগের দিন সোমবার উপজেলার বৈদ্যেরবাজার নেকবর আলী (এনএএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পাঠদানের ঘটনা ঘটে।

শিক্ষা অফিসার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, জেলা প্রশাসন থেকে আমাদের এই বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পরীক্ষা চলাকালীন সময় তাই হয়তো ওই স্কুলের প্রধান শিক্ষক ফোনটা রিসিভ করেননি। কিন্তু পরবর্তী সময়েও উনি মুঠো ফোনে আমাদের সাথে যোগাযোগ করেননি। আমরা তদন্তের জন্য সরেজমিনে যাবো। সেখানের শিক্ষার্থীদের ও স্থানীয়দের সাথে কথা বলবো। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। সেই অভিযুক্ত শিক্ষকের কোন দলীয় পরিচয় সে বিষয়ে তদন্ত করে দেখতে হবে। এছাড়াও স্থানীয় একজন এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ দিয়েছিল অনেক আগে। সব মিলিয়ে আমরা তদন্ত করছি, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে পহেলা বৈশাখের সরকারী ছুটির দিনে ক্লাস নেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যেখানে সারা দেশ নববর্ষের জন্য বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার, সেখানে এই স্কুলে সকাল থেকে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো খবর পাওয়া যায়।

RSS
Follow by Email