রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

বৈরী আবহাওয়ায় ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, চূড়ান্ত ২ দলকে যুগ্ম চ্যাম্পিয়ণ ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: লম্বা বিরতির পর শনিবার (১১ মে) নীট কনসার্ণ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩ এর ফাইনাল ম্যাচ খেলার কথা ছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার সুযোগ করে দিতে আগের দিন খেলার মাঠটি নতুন করে প্রস্তুত করা হয়। পীচ কিউরেটর জাহাঙ্গীর আলম পরিশ্রম করে মাঠটি তৈরী করেছিলেন। কিন্তু সকালের ঝড়ো বৃষ্টিতে সব লন্ডভন্ড হয়ে যায়। মাঠ হয়ে পড়ে খেলার অনুপোযোগি। আম্পায়ারদ্বয় মুজাহিদুল স্বপন ও আসাদুজ্জামান ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। পরে কর্তৃপক্ষ বাইল’জ দেখে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ণ ঘোষণা করেন।

নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী: তৈয়বুর রহমান,অমিত হাসান,নাজমুল ইসলাম অপু,মাহমুদুল হাসান,ফয়সাল সরকার,জনি তালুকদার,রাকিব হাসান,শাওন ভুইয়া,সালাউদ্দিন সৌরভ,সজিব হোসেন,আকাশ আহমেদ,আল আমিন হোসেন।

নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী: ইমন,রইচ,রাফসান,রাব্বি,জিসান,সাজিদ,রবিন,সাগর,সিয়াম,ইয়াসিন,কামরুল,রোকন,মুজাহিদ।

RSS
Follow by Email