মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led03সদর

বেলা বাড়ার সাথে সাথে না.গঞ্জে বন্ধ হচ্ছে দোকান-পাট

লাইভ নারায়ণগঞ্জ: কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদের নারায়ণগঞ্জে জুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় শহরের দোকাট-পাট বন্ধ করে দিচ্ছে শিক্ষার্থীরা। অনেকে আবার স্বেচ্ছাই দোকান বন্ধ করে চলে যাচ্ছেন বাসায়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালের দিকে দোকানপাট অনেকে খুললেও বেলা বাড়ার সাথে সাথে তা বন্ধ করা হচ্ছে। নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এর আগে, সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ শহরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের দুই ভাগে বিভিক্ত হয়ে নগরীর দুই প্রান্তে অবস্থান নিতে দেখা যায়। এক ভাগ চাষাঢ়ায় ও আরেক ভাগ অবস্থান নেয় ২নং রেল গেইট এলাকায়।

RSS
Follow by Email