বেতন পরিশোধ না করে ক্রোণী গার্মেন্টস বন্ধ ঘোষণায় শ্রমিক বিক্ষোভ
# অন্যান্য গার্মেন্সের শ্রমিকরাও তাদের সাথে যৌক্তিক দাবিতে যুক্ত হয়েছে
# শ্রমিক নেতাদের নিয়ে সমাধানে শিল্প পুলিশ আলোচনা করছি: এডি. এসপি শারমিন
লাইভ নারায়ণগঘঞ্জ: বেতন ভাতার দাবীতে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে ফতুল্লায় শিল্প নগর বিসিক এলাকায় ক্রোণী এপ্যারেলসের ওই বিক্ষোভ চলে।
শ্রমিকদের দাবি, বিনা নোটিশে বেতন পরিশোধ না করে গার্মেন্টস বন্ধ করে দেয়ায় অবন্তী ও ক্রোণী গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে রেখেছে। এসময় ক্রোণীসহ বেশ কয়েকটি গার্মেন্টসে ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরবর্তীতে দুপুরে পুরো বিসিক শিল্পাঞ্চল বন্ধ করে দেন শ্রমিকরা।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে বলে লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নিত) শারমিন আক্তার।
তিনি জানান, ক্রোণী ও অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘদিন যাবতই এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে। তাই আজ শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করছেন। এছাড়া অন্যান্য গার্মেন্সের শ্রমিকরাও তাদের সাথে যৌক্তিক দাবিতে যুক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়েছে। শ্রমিকদের সাথে সেনাবাহিনী ও আমাদের শিল্প পুলিশরে তিনজন সহকারী পুলিশ সুপার আলোচনা করছে। আশা করি ২৪ ঘন্টার একটা আশ্বাস আমরা পেয়ে যাবো মালিক পক্ষের কাছ থেকে।
অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তার বলেন, ঘটনাস্থলে জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, আমাদের পুলিশের ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা রয়েছেন। সকলে মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা শিল্প পুলিশ আলোচনা করছি।