সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led01রাজনীতি

বেগম খালেদা জিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের জন্য এবং দলের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। তার মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার পর দলের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন তারেক রহমান।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। এমনকি ৫টি আসনে নির্বাচনে অংশ নিয়ে ৫টিতেই জয়ী হয়েছেন। আইন অনুযায়ী যদিও তিনটি আসনে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব, তবুও তিনটিতেই তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন।” তিনি আরও বলেন, জনপ্রিয়তার দিক থেকে অন্য কোনো নেতা বা নেত্রী এমন সাফল্য অর্জন করতে পারেননি।

অনুষ্ঠানে তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বলেন, “আমরা জন্মদিনে দেশনেত্রীর জন্য মন খুলে দোয়া করব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন এবং নির্বাচনের মাধ্যমে আবারও দেশের নেতৃত্ব প্রদানের সুযোগ দিন।”

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি জি.এম. সাদরিল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, কোষাধ্যক্ষ ডাঃ মাসুদ করিম, এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মীরা।

RSS
Follow by Email