শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
রাজনীতি

বেকারত্ব দূর হলেই সমাজে মাদক থাকবে না: মাও. মইনুদ্দিন আহমাদ

লাইভ নারায়ণগঞ্জ:
২১ নভেম্বর (শুক্রবার) সকালে বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা এনসিসির ২২ নং ওয়ার্ডে শতাধিক নেতাকর্মী নিয়ে পথসভা ও গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

এ সময় তিনি বক্তব্যে বলেন, লাল সবুজে ঘেরা বাংলাদেশ আমাদের সবার, এবং দেশটাকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের। বর্তমানে দেশে মাদক ও কিশোরগ্যাং মহামারীর আকার ধারণ করেছে। যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে মরণব্যাধি মাদক। সকল কিছুর মূল কারণ হচ্ছে বেকারত্ব, যুবসমাজ বেকারত্বের কারণে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী মনে করেন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে বেকারত্ব দূর হবে, আর বেকারত্ব দূর হলেই সমাজে আর মাদক থাকবেনা।

এ সময় তিনি আরো বলেন আগামীর বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ। যে বাংলাদেশে থাকবে না কোন মাদক,সন্ত্রাস চাঁদাবাজ। বাংলাদেশ জামায়াত ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাচ্ছে। আমরা সকলে মিলে চেষ্টা করলেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

এ সময় মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের উপস্থিত আরো ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি সোলায়মান হোসেন মুন্না,বন্দর দক্ষিণ থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, সেক্রেটারি কাজী রেদওয়ানুল হক মামুন সহ এলাকার শতাধিক জামায়াত নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

RSS
Follow by Email