শনিবার, অক্টোবর ১১, ২০২৫
রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে সোনারগাঁয়ে ড. ইকবালের গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া শনিবার (১১ অক্টোবর)বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। বৈরী আবহাওয়া সত্ত্বেও তিনি তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেননি।

সকাল ৯টা থেকে দুপুর ২:১৫ মিনিট পর্যন্ত তিনি পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, বটতলা বাজার, শান্তির বাজার, দুধঘাটা ও পাঁচআনি এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন। এছাড়া তিনি ডেঙ্গু আক্রান্ত হাসপাতাল গেইট মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালামকে দেখতে তাঁর বাসায় যান।

গণসংযোগের সময় ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ভোটারদের সামনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া তাঁর কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, “দলের কর্মীদের প্রতি ও জনগণের প্রতি আমার ভালোবাসা এবং তাদের সমর্থন আমাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থামতে দেয়নি।”

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “বৃষ্টির মতো সামান্য বাধা আমাদেরকে এই দায়িত্ব থেকে দূরে সরাতে পারে না। জনগণের সেবা করাই আমার প্রধান কর্তব্য। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে প্রবল বৃষ্টি উপেক্ষা করেও জনগণের কাছে যাওয়া, তাদের সাথে সংযোগ স্থাপন করা এখন আমরা দায়িত্ব মনে করছি।”

তিনি আরও যোগ করেন, “মানুষের দুঃখ কষ্টের সঙ্গী হতে পারলেই তো একজন নেতা সত্যিকারের নেতা হতে পারেন। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণ এর বায়তুল মাল সেক্রেটারি নুরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন পূর্ব সভাপতি নুরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন পশ্চিম সভাপতি জহিরুল ইসলাম সরকার, উপজেলা কর্ম পরিষদ সদস্য খন্দকার শাহ আলম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email