বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
শিক্ষা

বৃত্তি পেল সাংবাদিক কবিরুল ইসলামের ছেলে রাফিন

লাইভ নারায়ণগঞ্জ: পঞ্চম শ্রেণি থেকে পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পেয়েছে উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলামের ছেলে সিফগাতুল ইসলাম রাফিন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে শহরের শিল্পকলা একাডেমীতে বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। জিনিয়াস ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানে বৃত্তি পেয়েছে শিক্ষার্থী সিফগাতুল ইসলাম রাফিন। সে নবীনগর লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. পেয়ার আহমেদ। জিনিয়াস ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের ডিজিএম জাহিদুর রহমান, জিনিয়াস ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আব্দুল মালেক, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক মো. সিবগাতুল্লাহ, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির রিসার্স এসোসিয়েট আলী আহসান জুনায়েদ, প্রধান উপদেষ্টা আবদুল জব্বার, উপদেষ্টা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাবেক পরিচালক হাফেজ আব্দুল মোমিন ও সাবেক পরিচালক সাইফুল ইসলাম রনি ও আসাদুজ্জামান রাকিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, এবার নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির প্রায় ৭ হাজার ৯০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪০৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

RSS
Follow by Email