মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
Led03ফতুল্লা

বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরিত ট্রলার থেকে একজনের মরদেহ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বিস্ফোরিত তেলবাহী ট্রলার থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে, সেই লাশটির পরিচয় এখনো পাওয়া যয়নি। আরেক শ্রমিককে ঘটনার পর পরই ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (২৬ জুন) দুপুর সারে ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনার পর লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে আমরা সক্ষম হয়েছি।

এর আগে, দুপুর ১টার দিকে তেলের ড্রামবাহী ট্রলারে আগুন লাগে। যাতে করে ওই ট্রলারে রাখা ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল একের পর এক বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরনের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে উঠে।

ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান। তিনি জানান, ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিল। এসময় সেখান থেকে হয়ত আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।

RSS
Follow by Email