বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
Led02রাজনীতি

বুধবার না.গঞ্জ আসছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ জেলার সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ‘ই-বেইলবন্ড’ প্রক্রিয়ার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করা হয়।

কর্তৃপক্ষ আশা করছে, এই ডিজিটাল উদ্যোগের ফলে বেইলবন্ড দাখিলের পুরোনো ঝামেলার অবসান ঘটবে। ফলস্বরূপ, বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার মূল্যবান সময় ও অর্থ সাশ্রয় হবে। দেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও গতি আনতে এই প্রক্রিয়া যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RSS
Follow by Email